নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের GFFO Multi Hazard Anticipatory Action Initiatives এর আওতায় Child-Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh প্রকল্পের আয়োজনে দিনব্যাপি জেলা পর্যায়ে Women-Led and Vulnerable Small Business Training অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে অবস্থিত এসকেএস ইন রিসোর্টের জলধারা মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার জালাল উদ্দীন, সেভ দ্য চিলড্রেনের হেড অব গাইবান্ধা ফারুক হোসাইন, সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট অফিসার তাজমুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার রণজিৎ কুমার পাল।
এ ট্রেনিং পরিচালনা করেন এসকেএস ফাউণ্ডেশনের এ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর (ট্র্রেনিং) মঞ্জুশ্রী দাস ও প্রজেক্ট ম্যানেজার জালাল উদ্দীন। এতে উপস্থিত ছিলেন ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের মোট ৪২ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা।