নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর মো. খলিলুর রহমান বলেছেন, ইত্তেফাক বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্থান) শোষিত মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখায়ে ছিল। ইত্তেফাক মানে একটি ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ইত্তেফাককে বাদ দিয়ে লিখা যাবে না। বাংলাদেশে অভূদয়ের সকল আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণে এই পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। তার সাংবাদিকতার জীবনে কারো সাথে আপোস ও মাথা নত করেননি। তার হাত ধরে ইত্তেফাক দেশ, জাতি ও জনগণের মুখপত্র হিসেবে পরিণত হয়েছিল।
আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান এসব কথা বলেন।
বেলা ১১টার দিকে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবীন সাংবাদিক ও ইত্তেফাকের সাবেক জেলা প্রতিনিধি মশিয়ার রহমান খানের সভাপতিত্বে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও স্থানীয় দৈনিক মাধুকরের সম্পাদক কে. এম রেজাউল হক, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক গোবিন্দলাল দাস, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. একেএম হানিফ বেলাল, জেলা তাতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহারাম খান শাহীন, সাংবাদিক খন্দকার শাহ মোঃ জোবাইর আলী, উজ্জল চক্রবর্ত্তী, কুদ্দুস আলম, জাভেদ হোসেন, ইত্তেফাক পত্রিকার জেলা এজেন্ট আব্দুর রহমান শেখ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা। শেষে দৈনিক ইত্তেফাকের শুভ কামনায় আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, দৈনিক ভোরের কাগজ ও আর টিভি জেলা প্রতিনিধি ফেরদৌস জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম আশীষ গুহ, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক ভবতোষ রায় মনা, আব্দুল কাফি সরকার, রিপন আকন্দ, রফিক খন্দকার, তোফায়েল হোসেন জাকির, মাসুম বিল্লাহ, আনোয়ার হোসেন, আবু সায়েম, জাহাঙ্গীর আলম, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামীয়ুর রহমান শামীম ও মেহেদী হাসান, কৃষক নেতা কামরুল ইসলাম প্রমুখ।