গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনব্যাপী জাতীয় সান্তাল মিউজিক ফ্যাষ্টিভ্যাল শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সান্তাল মিউজিক এসোসিয়েশন অব বাংলাদেশ সামাব এর পৃষ্টপোষকতায় উপজেলার কামদিয়া ইউনিয়নের তালতলা খেলার মাঠে এই মিউজিক ফেষ্টিভালের উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল হাসান। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ প্রমূখ। অনুষ্ঠানে সারা দেশের স্বনামধন্য সান্তাল ভাষা ভাষির সংগীত শিল্পী ও ব্যান্ডদল মিউজিক ফ্যাস্টিভ্যালে অংশ গ্রহণ করেন।