নিজস্ব প্রতিবেদক ►
সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জন্মমহোৎসব উপলক্ষে মাতৃসম্মেলন, ভক্তিগীতি ও সাধারণ ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। সৎসঙ্গ বাংলাদেশ ধর্মপুর প্রার্থনালয় কর্তৃক আয়োজিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব অত্র প্রার্থনালয়ে মাতৃসম্মেলনে বক্তব্য রাখেন করুনাময়ী মহলদার, চপলা রানী, অর্পিতা রানী দাস, আকাশী রানী সাহা, শ্যামলি রানী বর্মন, শেফালী রানী বর্মন প্রমুখ।
সাধারন ধর্মসভায় বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ ধর্মপুরের সভাপতি এসপিআর সুধীরাম বর্মন, সাধারণ সম্পাদক সুধাংশু কুমার সরকার শ্যামল, কোষাধ্যক্ষ হিমাংশু কুমার সরকার মিলন, এসপি আর ভূপতি ভূষন দাস, এসপিআর নিতাই চন্দ্র বর্মন, প্রভাষক কিরনময় বর্মন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধ্রুব রায় ও এসপি আর সুধীরাম বর্মন।
এর আগে ভক্তিগীতি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্বস্তিকা সরকার, তিথি রানী মোদকসহ অনেকে। ভক্তিগীতি পরিবেশন করেন পলাশ চন্দ্র মোদক, প্রজ্ঞা মোদক, স্বস্তিকা রানী সরকার।