Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৬-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২৮
  • ৫৪ বার দেখা হয়েছে

দক্ষিণ এশিয়ায় তৃতীয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় তৃতীয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ

মাধুকর ডেস্ক►

বিশ্ব শান্তিসূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। গ্লোবাল পিস ইনডেক্স ২০২৪ এর তালিকায় উঠে এসেছে এসব তথ্য।

সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, সামরিকীকরণ এবং চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি মূল্যায়ন করে এ সূচক তৈরি করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। সূচক অনুযায়ী, ২ দশমিক ১২৬ স্কোর নিয়ে ১৬৩টি দেশের মধ্যে ৯৩তম স্থানে অবস্থান করে একটি মাঝারি মানের শান্তির দেশ হিসেবে মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। সূচকের ২১ তম দেশ ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তির দেশ। আর ৮১ তম অবস্থানের দেশ নেপাল দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। 

বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ পাঁচ দেশ হলো সিঙ্গাপুর, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড, অপরদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশগুলো হলো ইউক্রেন, আফগানিস্তান, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেন। সূচকে ইউরোপকে সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল বলা হয়েছে। এরপরই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল সবচেয়ে কম শান্তিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। 

প্রতিবেদন মতে, আমেরিকা ও কানাডা উভয় দেশেই সহিংস অপরাধ ও সহিংসতার ভীতি বৃদ্ধি পেয়েছে। তবে সূচকে ১ দশমিক ৪৪৯ পয়েন্ট নিয়ে কানাডা যেখানে মাত্র ১১তম সেখানে ২ দশমিক ৬২২ পয়েন্ট নিয়ে আমেরিকার অবস্থান ১৩২তম।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad