Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৯ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না

মাধুকর ডেস্ক►

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি জনপ্রতিনিধি, সরকারি পদ বা দায়িত্বেও থাকতে পারবেন না ওই ব্যক্তি।

আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ এর, সেকশন ২৩ যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। যার মাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলেই তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন।

এছাড়া, উপদেষ্টা পরিষদের সভায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫ এর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, এই নীতিমালার ফলে দেশের টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিত হবে। এছাড়া ভয়েস কল এবং ইন্টারনেট ডেটাকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে নিয়ে আসার সুযোগ তৈরি হবে বলেও দাবি করেন মি. তৈয়্যব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad