Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১২ ঘন্টা আগে
  • ৪৭ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের ‘কষ্টি’ পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের ‘কষ্টি’ পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

গোপাল মোহন্ত, গোাবিন্দগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের খবর জানিয়েছে র‌্যাব। সেইসঙ্গে এ ঘটনায় আটক হয়েছেন তিন জন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিন জনকে আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে দিনাজপুর সিটিসি র‌্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফ জানিয়েছেন।

আটকরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সিটিসি র‌্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক ওই মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাড়ির জন্য অপেক্ষা করার সময় ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর সাদৃশ মূর্তি উদ্ধার করে। মূর্তিটি পাচারের সাথে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিক ভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে। 

তবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে কষ্টিপাথর কিনা যাচাই করা যাবে। আটক ব্যক্তিদের রিরুদ্ধে মামলা দায়ের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad