Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সফিয়াজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহবুবার রহমান, ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল প্রমুখ।

প্রধান অতিথি জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গত দেড়যুগব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। গত ৫ আগস্টের আগে যারা নিষ্ক্রিয় ছিলেন, লুকিয়ে ছিলেন তারা এখন সরব হয়েছেন। গত ১৫ বছর কিন্তু তারা আওয়ামীলীগ ও ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিলেন। এখন তারা পতিত ফ্যাসিস্টের এজেন্টা বাস্তবায়ন করতে বিএনপির মধ্যে ফিরে এসে বির্শৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেছে। এ ব্যাপারে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। 

শেষে শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসব কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad