Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৬ ঘন্টা আগে
  • ৪৫ বার দেখা হয়েছে

গাইবান্ধায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়

গাইবান্ধায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে সাঘাটার কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় দলকে হারায় তারা।

খেলায় ১-১ গোলে সমতা থাকলে টুর্নামেন্টটি টাইব্রেকার পর্যন্ত গড়ায়। টাইব্রেকারে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল ৩-৪ গোলে সাঘাটার কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় সর্বোচ্চ গোলদাতা মেহেদী হাসান মেনু, ম্যান অব দ্য ফাইনাল ও সেরা গোল রক্ষক হন হাসান মহি এবং সেরা খেলোয়াড় মুরাদুজ্জামান আকন্দ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। 

উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি ক্রীড়া সংগঠক মো. শহীদুজ্জামান শহীদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার সাব্বির আহমেদ, তাপস চক্রবর্ত্তী। জেলা ক্রীড়া সংস্থার সদস্য ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, মনির হোসেন, জেলা স্টেডিয়ামের এর অফিস সচিব মোঃ আরমান হোসেন প্রমুখ। 

এর আগে, জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ, পৌরসভা ও নাহিদ ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে গত ১৬ আগস্ট এ টুর্নামেন্ট উদ্বোধন হয়। এতে অংশ নেয় জেলার ৩০টি বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad