Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সুন্দরগঞ্জে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিএনপির দুই গ্রুপ একই স্থানে পৃথক কর্মসূচি (সভা-সমাবেশ) ঘোষণা করায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় সুন্দরগঞ্জ পৌরসভা ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ১৪৪ ধারা জরি করা হয়। এতে বলা হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা হতে রাত ১২টা পর্যন্ত পৌরসভা এবং তার আশ পাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময় কোনো আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো প্রকার অস্ত্র বহন, যেকোন ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, পাঁচজন বা তার অধিক সংখ্যক ব্যক্তি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ এবং মিছিল করতে পারবে না। 

জানা গেছে, দুই সপ্তাহ ধরে বিএনপির একাংশ বিভিন্ন ইউনিয়ন, পৌরসভায় বিএনপির সদস্য নবায়ন, সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মসহ মেয়াদ উত্তীর্ণ উপজেলা আহবায়ক কমিটির ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে ঝাডু মিছিল, বিক্ষোভ সমাবেশ করে আসছেন। এরই ধরাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে বুধবার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন দুই গ্রুপ।

বিক্ষুদ্ধ গ্রুপের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ সভাপতি মো. মোজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ও  উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ সভাপতি মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু এবং পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাহমুদুল হক রাসেলসহ পৌরসভা ও পনের ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মী। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিকসহ পৌরসভা ও পনের ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মী। 

বিক্ষুদ্ধ গ্রুপের জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ সভাপতি মো. মোজহারুল ইসলাম বলেন, পৌরসভায় ১৪৪ ধারা জারি থাকায় দহবন্দ ইউনিয়নের ধুমাইটার ফাজিল মাদ্রাসা মাঠে প্রতিষ্ঠা বাষির্কীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে অপর গ্রুপের কোন মতামত পাওয়া যায়নি। 

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, বিএনপির দুই গ্রুপের নেতাদের নিয়ে বৈঠকের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। পৌরসভাসহ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad