Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৪-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৮
  • ১৩৪১ বার দেখা হয়েছে

গাইবান্ধায় গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধায় গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলায় গাছের চাপায় পড়ে আনাস রহমান (১১) নামে এক শিশু নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১১ এপ্রিল) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়েনের সরকারতারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনাস রহমান ওই এলাকার আরিফুর রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, আনাসের বাবা আরিফুর রহমান একটি আম গাছ বিক্রি করেন। সেই আম গাছটি বৃহস্পতিবার কাটতে আসেন ক্রেতা। দুপুরের দিকে গাছটি কাটা শেষ হলে মাটিতে পড়ার মুহূর্তে দৌঁড়ে আসেন আনাস রহমান। এসময় গাছের নিচে চাপা পড়ে আনাস ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad