গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও নেশা জাতীয় ইনজেকশনসহ শামীম শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের উত্তর শোলাগাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম শেখ ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শোলাগাড়ি গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়। এ অভিযানে শামীম শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ২২ টি বড় এবং ৭টি ছোট হাসুয়া (দেশীয় অস্ত্র), হেরোইন, নেশাজাতীয় ইনজেকশন ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।