নিজস্ব প্রতিবেদক►
বৃহস্পতিবার (১০ এপ্রিল) গাইবান্ধাসহ সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর গাইবান্ধা জেলায় ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে। এর মধ্যে এসএসসিতে ২৫ হাজার ২২১, ভোকেশনালে ৩ হাজার ১ এবং দাখিলে ৪ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী রয়েছে।
বুধবার (৯ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। জেলার সাত উপজেলার ৬৬টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, এসএসসি সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে-কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।