Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৪-২০২৫, সময়ঃ সকাল ১১:৪৬
  • ৬৭ বার দেখা হয়েছে

২০ এপ্রিল শুরু হচ্ছে গাইবান্ধা বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

২০ এপ্রিল শুরু হচ্ছে গাইবান্ধা বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক►

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের (ইডিপি) আয়োজন করা হয়েছে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া এলাকায় জেলা বিসিক কার্যালয়ে আগামী ২০ থেকে ২৪ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। 

গাইবান্ধা বিসিক কার্যালয় সূত্রে জানা গেছে, এজন্য উদ্যোক্তাদের ২৩০ টাকা ফি জমা দিতে হবে ও নির্ধারিত ফরমে আগেই আবেদন করতে হবে। লাগবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি। প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় উপকরণ, নাস্তা ও দুপুরের খাবার সরবারহ করবে বিসিক। 

৫ম ব্যাচের এই প্রশিক্ষণে গাইবান্ধা জেলার যে সকল আগ্রহী উদ্যোক্তা ব্যবসা সম্পর্কিত ধারণা, উৎপাদন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণসহ শিল্প সম্পর্কে ধারণা পেতে চান তারা সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস ০১৮১৮-৭৮৬১৫৩ এবং শিল্পনগরী কর্মকর্তা মো. সুজন মিয়া’র ০১৭৩৮-৩৬৫৭৭১ সাথে যোগাযোগ করতে পারেন। 

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন বলেন, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে শেখানো হবে উদ্যোক্তার গুণাবলী, লক্ষ্য নির্ধারণ, মাইক্রো স্ক্রিনিং, ম্যাক্রো স্ক্রিনিং, এসডব্লিউওটি বিশ্লেষণ, প্রকল্প প্রস্তাব তৈরী এবং মূল্যায়ণ, নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক প্রকল্প নির্ধারণ, বিপণন ব্যবস্থাপনা, সংগঠন ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, লাভ ক্ষতির হিসাব, ব্রেক ইভেন এনালাইসিস, মার্কেটিং প্লান এনালাইসিস এবং আইআরসি ও ইআরসি বিশ্লেষণ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad