নিজস্ব প্রতিবেদক►
আগামীকাল (শুক্রবার, ১১ এপ্রিল) গাইবান্ধায় শুরু হচ্ছে ইনডিপেনডেন্স কাপ ২.০ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। জেলা স্টেডিয়ামে সকাল ৯টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন।
আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
এসময় তিনি জানান, জেলার খেলাধুলার মানোন্নয়নে ও ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ঢাকা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, জামালপুর এবং স্বাগতিক গাইবান্ধার ২টিসহ মোট ১৬টি দল অংশ এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। বিভিন্ন পর্বের খেলা শেষে আগামী ২০ এপ্রিল এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক শহিদুজ্জামান শহীদ, ক্রীড়া সংস্থার সদস্য মনির হোসেন, ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, আহসানুল কবির রুদ্র, ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম রুবেল, মো. রনি প্রমুখ। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা এ সংবাদ সম্মেলনে অংশ নেন।