নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৭ তম বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ (শনিবার, ১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের গোরস্থান এলাকায় দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুল কুদ্দুস।
জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাসদের জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, জেলা সদস্য আফরোজা আব্বাস প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও আজও সমাজে বৈষম্য দূর হয়নি; বরং বেড়েছে। তারা বলেন, বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ ছাড়া কৃষক, ক্ষেতমজুর আদিবাসীসহ সকল শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সমাজতান্ত্রিক সমাজের বিকল্প নেই। আমাদের সমাজের সকল সংকটের মূল কারণ পুঁজিবাদী সমাজ ব্যবস্হা। সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ।