Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-১১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৩
  • ৪৫ বার দেখা হয়েছে

গাইবান্ধায় গাঁজা বিক্রির সময় ৩ বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড

গাইবান্ধায় গাঁজা বিক্রির সময় ৩ বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি এলাকায় গাঁজা বিক্রির সময় ৩ বিক্রেতাকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ (মঙ্গলবার, ১২ নভেম্বর) বিকেলে এ দণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি এলাকার অমর বাঁসফোড়, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামের মেহেদী হাসান মিরাজুল এবং একই উপজেলার পাঁচজুমা এলাকার তৌহিদ মিয়া। এদের মধ্যে অমর বাঁসফোড়কে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং মেহেদী হাসান মিরাজুল ও তৌহিদ মিয়াকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ জানান, জেলা শিল্পকলা একাডেমি এলাকায় গাঁজা বিক্রির সময় ৩ বিক্রেতাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড করা হয়। মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad