Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১০ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে

গাইবান্ধায় আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

গাইবান্ধায় আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে আইডিইবি’র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ (শনিবার, ১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি’র জেলা নির্বাহী কমিটির সভাপতি চন্দ্র শেখর দাস।

সংগঠনটির আইসিটি সম্পাদক শেখ সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইডিইবি’র জেলার শাখার সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, সংগঠনটির উপদেষ্টা সোহরাওয়ার্দি মন্ডল, আইডিইবি নেতা প্রকৌশলী শফিকুল ইসলাম, খালেকুজ্জামান জুয়েল, গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আমজাদ হোসেন, আইডিইবি’র সদস্য ফজলে রাব্বি প্রমুখ।

বক্তারা বলেন, প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। অর্ধশতাধিক বছর ধরে এই সংগঠনটি সুনামের সঙ্গে কাজ করে আসছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ছিল আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad