নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবার জন্য ১২১টি দরিদ্র পরিবারকে ‘রেডকার্ড’ দেয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পৌরসভা মিলনায়তনে এ রেডকার্ড বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে দরিদ্র পরিবারগুলোকে রেডকার্ড তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা।
গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) গাইবান্ধার প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের (দ্বিতীয় পর্যায়) আওতায় গাইবান্ধা শহরে ৩টি নগর স্বাস্থ্যকেন্দ্রে এ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। গাইবান্ধা পৌরসভার বাস্তবায়নে এ প্রকল্পটি পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রেডকার্ডের মাধ্যমে একটি পরিবারের সব সদস্য নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে সব ধরনের চিকিৎসাসেবা ও ঔষধ পাবেন। শুধু গাইবান্ধায় নয় দেশের যেকোন নগর স্বাস্থ্যকেন্দ্রে রেডকার্ড প্রদর্শন করে তারা এ সুবিধা পাবেন।
রেডকার্ড পেয়ে কান্নাজড়িত কণ্ঠে শহরের ধানঘড়া এলাকার গৃহবধু রিক্তা খাতুন বলেন, ‘আমার স্বামীর এক চোখ অন্ধ, আরেক চোখের সমস্যা; বাচ্চা দুটাও প্রতিবন্ধী। চিকিৎসা করার টাকা পাইনে। এই কাড পায়া হামার অনেক উপকার হলো।’ উচ্ছাস প্রকাশ করে তৃতীয় লিঙ্গের মামনি আক্তার বলেন, ‘আমাদের জন্য তো কেউ ভাবে না। টাকার অভাবে আমরা চিকিৎসা করাতে পারি না। এই রেডকার্ডের মাধ্যমে আমাদের মতো সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষেরা অনেক বেশি উপকৃত হবে।’
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) গাইবান্ধার প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদ বলেন, ‘২০২২ সালের ১ জানুয়ারি থেকে আমরা গাইবান্ধায় নগর স্বাস্থ্যকেন্দ্র চালু করি। প্রথম পর্যায়ে আমরা প্রায় দেড় হাজার পরিবারকে রেডকার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি। এরই ধারাবাহিকতায় এ পর্যায়ে ১২১টি দরিদ্র পরিবারকে এ রেডকার্ড দেয়া হলো। আগামীতে আরও দরিদ্র পরিবারকে এ রেডকার্ডের আওতায় নিয়ে আসা হবে। রেডকার্ড ছাড়াও আমরা স্বল্পমূল্যে নগর স্বাস্থ্যকেন্দ্রে জনসাধারণকে চিকিৎসাসেবা দিচ্ছি। বর্তমানে শহরের মাস্টারপাড়া, কলেজ রোড ও গোডাউন রোডে ৩টি নগর স্বাস্থ্যকেন্দ্র চালু আছে।