আব্দুর রউফ রিপন, নওগাঁ►
নওগাঁর রাণীনগরে সবার জন্য ঈদ আনন্দ নিশ্চিতকরণে বিগবাজার মার্কেটে খোলা হয়েছে সায়েস্তা খানের কালেকশন।
নিম্ম আয়ের সকল শ্রেণিপেশার মানুষের জন্য নতুন পোষাক নিশ্চিত করে ঈদের আনন্দ উপভোগ করতে উপজেলার বিজয়ের মোড়ে (সাবেক বিএনপির মোড়) অবস্থিত বিগ বাজার কর্তৃপক্ষের এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
সায়েস্তা খানের কালেকশন চালুর কারণ হিসেবে বিগবাজার মার্কেটের মালিক মোখলেছুর রহমান জানান, বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের কাছে ঈদ মানেই একটি নতুন পোষাক।
ঈদের বাজার আর কিছু হলো কিনা সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে ঈদে অবশ্যই একটি নতুন পোষাক চাই। পাশাপাশি অন্যকিছু। আমরা বই-পুস্তকের মাধ্যমে ইতিহাস থেকে জেনেছি যে সায়েস্তা খানের শাসনামলে বাংলায় এক টাকায় আটমন ধান পাওয়া যেতো। সেই সময়ে অল্প পয়সার বিনিময়ে মানুষ অনেক পণ্য পেয়েছে।
সেই বিষয়টিকে মাথায় রেখে রোযার প্রথম থেকে এই প্রথম দোকানে সায়েস্তা খানের কালেকশন নামের একটি কর্ণার চালু করেছি, যেখানে যে কোন মানুষ তাদের সাধ্যের মধ্যে ছোট-বড় সকলের জন্য অন্তত একটি নতুন পোশাক কিনতে পারবেন।
স্থানীয় বাসিন্দা আখেরুজ্জামান উজ্জ্বল জানান, এখনকার সময়ে যেখানে আমরা ঈদে বেশি দামে পণ্য বিক্রি করে নিজেদের স্বার্থ আদায়ে ব্যস্ত ,সেখানে সায়েস্তা খানের কালেকশন সত্যিই একটি বিস্ময়কর উদ্যোগ।