পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের কবিরাজ পাড়া এক প্রতিবন্ধী খড়ের গাদায় আগুন লেগে প্রায় ৫০ হাজার টাকার গোখাদ্য ভস্মীভুত হয়েছে। বৃহস্পতিবার রাত অনুমান ১ টার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলছেন বৃহস্পতিবার গভীর রাতে কেবা কাহারা অই খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। অবশ্য এ অপকর্মটি শত্রুতা হাসিলের উদ্দেশ্যেই সম্পন্ন হয়েয়ছ মর্মে ধারনা করা হচ্ছে।
খড় মালিক উক্ত গ্রামের জয়নাল আবেদিনের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী মাজ্জ মিয়ার বলেন,একই গ্রামের মৃত হামেদ আলীর ছেলে দুই ছেলে আব্দুল হান্নান ও হারুন অর রশিদ এর সাথে গত দুই বছর থেকে জমি নিয়ে বিবাদ চলছে। এ কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও গত দুই বছরে মাজ্জ মিয়া বাড়ির সামনে রাস্তার পাশে গোখাদ্য খড় মজুদ করে। ৪০ হাজার টাকা মুল্যের গো খাদ্য খড়ের স্তুপে গভীর রাতে কেবা কাহার আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল। কেউ গ্রেফতার হয়নি।