সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রামডাকুয়া মহল্লার আয়াত মিয়া (১৪ মাস) নামে এক শিশু বালতির পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) নিজ বাড়ির আঙিনায়।
আয়াত মিয়া ওই মহল্লার সাদিক সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আয়াত মিয়ার মা আমেনা বেগমকাপড় ধোঁয়ার জন্য গোসলের বালতিতে পানি রেখে বাড়ির বাইরে যায়। এরই ফাঁকে ওই শিশু বালতিরপানির মধ্যে উপর হয়ে পড়ে যায়। মা আমেনা বেগমবাড়িতে এসে দেখে তার ছেলে বালতির পানিতে পড়ে রয়েছে। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসক বলেন বালতির পানিতে নাক-মুখ ডুবে গিয়ে শ্বাস বন্ধ হয়ে বাড়িতে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে পরিবারেরমধ্যে চলতে শোকের মাতন।
থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।