Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৬

তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধার মানুষ

তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধার মানুষ

নিজস্ব প্রতিবেদক ►

সকালে বিকেলে ও রাতে কুয়াশার চাদরে একটু একটু করে ঢেকে যাচ্ছে পথ-ঘাট। ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত ব্র‏ক্ষপুত্র, যমুনা ও তিস্তা নদীতীরবর্তী গাইবান্ধার সাত উপজেলার নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করে শ্রমজীবীরাও যাচ্ছেন কাজে। এদেিক ফুটপাতে গরম পোষাকের দোকানগুলো বেচাকেনা জমে উঠেছে।

উত্তরের আর সব জেলার মত গাইবান্ধাতেও শীত জেঁকে বসেছে। শীত কুয়াশা আর হিমেল হাওয়ায় ক্রমাগত জুবুথুবু হতে শুরু করেছে এ অঞ্চলের জনজীবন। সকালে এবং রাতে শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবিরা।

শহরের স্বাধীনতা প্রাঙ্গন, পিকেবি রোড, ডিবি রোড , ষ্টেশন রোড, পৌর সভার আশে পাশে ও পুরাতন জজকোর্ট এলাকায় পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে ভালো কেনা বেচা হচ্ছে। শহরের চৌধুরী মার্কেট সংলগ্ন রাস্তার দু’পাশে গরম কাপড়ের দোকান রয়েছে ৪০টি’র মতো। ফুটপাতেও দোকান রয়েছে ১০ থেকে ১৫টি। গড়ে এসব দোকানে প্রতিটি বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। তবে গত বছরের তুলনায় পছন্দসই গরম কাপড় পাওয়া গেলেও দামে একটু বেশি বলে ক্রেতারা জানিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad