Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:০০

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সন্তানদের মেধাবৃত্তি ক্রেস্ট, সম্মানী, সম্মাননাপত্র প্রদান

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সন্তানদের মেধাবৃত্তি ক্রেস্ট, সম্মানী, সম্মাননাপত্র প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►

বাংলাদেশ পুলিশ সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে মেধা বৃত্তিপ্রাপ্তদের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহর পক্ষ থেকে ক্রেস্ট, সম্মানী ও সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) তোবারক আলী সরকার।

এতে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মেধাবী ৫ জন শিক্ষার্থীর হাতে তাদের প্রাপ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এরমধ্যে এইচএসসি ২০২১ এ জিপিএ-৫ প্রাপ্ত  ১জন এবং এসএসসি ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad