সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গ্রীন রেসিডেন্সিয়াল স্কুলে স্কাউট সদস্যদের দীক্ষাগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলায় স্কাউট কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষে উপজেলা প্রতিটি মাধ্যমিক স্তুরের শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন ও দীক্ষা অনুষ্ঠানের কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গ্রীন রেসিডেন্সিয়াল স্কুলে ২০ জন স্কাউট সদস্য দীক্ষা গ্রহণ করে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট এর সম্পাদক শাহাজাহান মিঞা, সাবেক সম্পাদক সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক একরামুল হক। আরো উপস্থিত ছিলেন স্কাউট শিক্ষক আবু সাঈদ মোঃ মাসুদুন্নবী ও সুফিয়া বেগমসহ শিক্ষক বৃন্দ।