নিজস্ব প্রতিবেদক ►
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ১ জন অন্যতম প্রধান আসামী বগুড়া জেলার শেরপুর থানা এলাকায় অবস্থান করাকালীন র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ রাফিউল শেখ (২৭)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাফিউল শেখ সাদুল্লাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের মৃত মোজাহার শেখের পুত্র।
গাইবান্ধা র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র এএসপি পরিচালক (মিডিয়া) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী ধর্ষণের নের্তৃত্বদান ও ঘটনার সাথে ওতপ্রতভাবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য. র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।