পার্বতীপুর প্রতিনিধি ►
দিনাজপুরের পার্বতীপুরে বাবার লাঠির আঘাতে জাকারিয়া ইসলাম জাকির (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার স্কুলপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুর মা জাকিয়া খাতুন বলেন, সকালে রান্না করতে দেরি হওয়ায় স্বামী দেলোয়ার হোসেন তাকে মারধর করতে শুরু করে। এসময় শিশু জাকির তার মাকে জাপটে ধরলে ঘটনার শিকার হয়ে মৃত্যুর কোলে শিশুটি ঢলে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে। শিশুটির পিতা পলাতক রয়েছে।