Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৭-২০২৪, সময়ঃ সকাল ১১:২১

তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো

তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক►

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন। 

দেশটির স্থানীয় সময় আজ (সোমবার, ২৯ জুলাই) মধ্যরাতের পর নির্বাচন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

তবে একাধিক বুথফেরত তথ্যে বিরোধীদের জয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছিল।

জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান এলভিস আমোরোসো জানিয়েছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেজ ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। প্রায় ৫১ শতাংশ ভোট পেয়ে মাদুরো তাকে পেছনে ফেলে দিয়েছেন। ৮০ শতাংশ ভোটকেন্দ্র হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই ফলাফল এসেছে। যা পরিবর্তিত হবে না বলেই ধারণা করছেন তিনি। 

গনজালেজ  অবশ্য ফলাফল ঘোষণার আগেই উদ্‌যাপন শুরু করেন। তিনি তখন জানান, তাদের ‘উদ্‌যাপনের কারণ’ রয়েছে। ফলাফল প্রকাশের পূর্বে বিভিন্ন জনমত জরিপে তার জয়ের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। 

মাদুরো ২০২৫ সালের ১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

সূত্র : রয়টার্স, আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad