ক্রীড়া ডেস্ক►
সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি বাজেভাবে হারের পর, দ্বিতীয় ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। রানের দিন থেকে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বড় ব্যবধানে জয় পেয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল টাইগাররা।
বাংলাদেশের ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনোপ্রকার পাত্তা পায়নি স্বাগতিকরা। রিশাদ-সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। তাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানে জয় পেল বাংলাদেশ।
লিটন-শামীমের ব্যাটে ২০ ওভারে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে স্বাগতিকরা। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর, ৩০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা।
এরপর অবশ্য শানাকা ও নিসাঙ্কা মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দুইজন গড়েন ৪১ রানের জুটি। তবে এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। যিনি ম্যাচে ৩ উইকেট পেয়েছেন।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে নিসাঙ্কার ব্যাট থেকে। আর দাসুন শানাকা করেন ২০ রান। এই দুইজন বাদে কেউ দুই অঙ্কের রান-ই করতে পারেননি। রিশাদ ৩ উইকেট ছাড়াও দুইটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজ ও মিরাজ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় আসলো। আগামী বুধবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।