Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ১১৮ বার দেখা হয়েছে

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে স্থাপন করা মিটার অপসারণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। 

বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির ব্যানারে আজ (বুধবার, ২৭ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি- নেসকো গাইবান্ধা শহরের বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম চালাচ্ছে। অথচ বাস্তবায়নের আগে নেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ গ্রাহকদের কোনো মতামত গ্রহণ করেনি। তারা জনমতের তোয়াক্কা না করেই একতরফাভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে।

ইতিমধ্যেই যারা প্রিপেইড মিটার নিয়েছেন তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন অভিযোগ করে বক্তারা বলেন, প্রিপেইড মিটার থেকে অতিরিক্ত ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াসহ নানা জটিলতা তৈরি হচ্ছে। তাই স্থাপন করা সব প্রিপেইড মিটার দ্রুত অপসারণ করতে হবে এবং অবিলম্বে মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করতে হবে।

সেচ পাম্প মালিক সমিতির জেলা সভাপতি আনাউর রহমান আনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, শ্রমিক নেতা সাদেকুল ইসলাম মুরাদ, দেবল কুমার সরকার, মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, আবুল কালাম আজাদ, লুৎফর আবু তারেক, সাইফুল ইসলাম, আজাদ হোসেন প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad