নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মামুন রহমান (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দুপুর ২টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন রহমান দিনাজপুর পৌরসভার নয়নপুর গ্রামের মাহাবুব আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় অধিদপ্তরের একটি আভিযানিক দল। এসময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে দুই কেজি গাঁজাসহ মামুন রহমানকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গ্রেপ্তার ওই যুবক বিক্রির উদ্দেশ্যে গাঁজা পরিবহন করছিলেন। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।