Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১০ ঘন্টা আগে
  • ১৯৩৭ বার দেখা হয়েছে

ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাব্বির, সদস্য সচিব নুর আলম

ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাব্বির, সদস্য সচিব নুর আলম

আমিনুল হক, ফুলছড়ি►

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাব্বির হোসেন ইলিয়াছকে আহবায়ক এবং নুর আলমকে সদস্য সচিব করা হয়েছে।

গাইবান্ধা জেলা শ্রমিকদলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু ও সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানী বৃহস্পতিবার (২৮আগষ্ট) বিকেলে স্বাক্ষরিত এক পত্রে ৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। 

আগামী তিন মাস এ কমিটি ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটি নিয়ে শ্রমিক দলের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছিল। নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে ফুলছড়ি উপজেলায় শ্রমিক দলের কার্যক্রম আরও সক্রিয় হবে ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম নতুন করে গতি পাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন এ কমিটি শ্রমিক দলের মাঠের রাজনীতিতে নতুন গতি যোগ করবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad