Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৯ ঘন্টা আগে
  • ৪৯ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে বিএনপির একাংশের বিক্ষোভ

সুন্দরগঞ্জে কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে বিএনপির একাংশের বিক্ষোভ

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভায় বিএনপির সদস্য নবায়ন, সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মসহ উপজেলা আহবায়ক কমিটির দুর্নীতির অভিযোগ তুলে ধরে ঝাডু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির একাংশের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলামের নেতৃত্বে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি ঝাডু মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে সমাবেশে করেন। এতে হাজারও নারী-পুরুষ নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিকসহ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশে বক্তব্য রাখে জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা এম এ মালেক, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু এবং পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাহমুদুল হক রাসেলসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে কমিটি গঠনে নিয়ম মানা হচ্ছে না। দায়িত্বশীল নেতারা যোগসাজস করে নিজেদের মনোনীত ব্যক্তিদের সদস্য বানিয়েছেন, যাদের অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বরং অন্য দলের নেতাকর্মী। তারা দ্রুত অনিয়মের মাধ্যমে গঠিত এসব কমিটি বাতিল ও দায়ীদের অপসারণের দাবি জানান। তারা আরও বলেন, বর্তমান উপজেলা আহবায়ক কমিটি ফেসবুকের সেলফি কমিটিতে পরিনত হয়েছে। উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বিভিন্ন অফিস আদালতে গিয়ে টেন্ডারবাজি, ডিলারী, বিভিন্ন বরাদ্দ নিয়ে কাজ না করে আত্বসাৎ করছেন। এসব দুনীতিবাজ আহবায়ক কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটির দাবি জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক অভিযোগ সমুহ অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কমিটি গঠন হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad