Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৬৯ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় শামসুল ইসলাম (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে কামদিয়া-গোবিন্দগঞ্জ সড়কে আজ (বুধবার, ২৭ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শামসুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের সামেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ চত্বরে ডিলারের কাছ থেকে টিসিবির মালামাল নিয়ে বাড়ি ফেরার জন্য বাইসাইকেলে রওনা দেন শামসুল। এসময় চাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোবিন্দগঞ্জ স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad