সোহেল রানা, পলাশবাড়ী►
দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার, ১০ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাজাহান সরকার এর সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা ছাত্রদলের সদস্য শামিম রেজা, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোছাঃ আশা মনি, সাধারণ সম্পাদক রুপা আক্তার, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সিনিয়র সহসভাপতি মোছাঃ তানিয়া আক্তার, ছাত্র নেতা রায়হানসহ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের ছাত্রদলের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন মাজেদুল ইসলাম।