Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৩-২০২৫, সময়ঃ রাত ০৮:০০
  • ২৪৬ বার দেখা হয়েছে

গাইবান্ধা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

ঘুষ-দুর্নীতির অভিযোগ তুলে গাইবান্ধা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা। আজ (সোমবার, ১০ মার্চ) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা, গাইবান্ধার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রোকনউদ্দৌলা, সহসভাপতি প্রকৌশলী সোহরাব, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ প্রকৌশলী চমক কুমার প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, গাইবান্ধা পৌরসভায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম দীর্ঘদিন ধরে প্ল্যান প্রণয়ের সাথে জড়িত থাকায় পৌর নাগরিকদের কাছ থেকে প্ল্যান করা বাবদ এবং প্ল্যান পাশ করা বাবদ বিভিন্ন সময়ে অবৈধ লেনদেনের সাথে জড়িত থেকে পৌর নাগরিকদের হয়রানি করে আসছে এবং ইতিমধ্যে তার ঘুষ ও দুর্নীতির সংবাদ জাতীয় পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে। পেশাজীবী হিসেবে আমরাও তার দ্বারা বিভিন্নভাবে হয়রানির স্বীকার হয়ে আসছি। বক্তারা অবিলম্বে প্রকৌশলী শফিউল ইসলামের দ্রুত অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে গাইবান্ধা পৌরসভার নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad