নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়ে একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (সোমবার, ১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একবার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার নবীর আলীর ছেলে মজিদুল ইসলাম (২৮) এবং একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ্ (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় রংপুর থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে তল্লাসি চালিয়ে মজিদুল ইসলামের কাছ থেকে ৪ কেজি এবং মাসুম বিল্লাহর কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।