তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
আজ (সোমবার, ১০ মার্চ) উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-||) প্রকল্পেসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থার আয়োজনে পুরাতন উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা ও ফায়ার সার্ভিস ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো, মোনোয়ার হোসেন, খাদ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বেলাল হোসেন, SLCRDCR-|| প্রকল্প ব্যবস্থাপক আফরুজা বুলবুল, ডিআরআর প্রজেক্ট অফিসার প্রসেনজিৎ রায়, প্রকল্প প্রকৌশলী নওশেরুল আলম, টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্কুল ফ্যাসিলিটেটর মাসুদুর রহমান প্রমুখ।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-||) প্রকল্পের আওতায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ভোলান্টটিয়ারগণ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটারগণ অগ্নি নির্বাপণ নিয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।