Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৩:৩৭
  • ৪৫ বার দেখা হয়েছে

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মহিলা দলের মানববন্ধন

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মহিলা দলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

মাগুরায় ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

আজ (সোমবার, ১০ মার্চ) শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াসমিন শোভার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার মনি, সাংগঠনিক সম্পাদক লায়লী বেগম, কোষাধ্যক্ষ নুরনাহার বেগম (ছোট মনি), সদস্য এসমোতারাজাহান, বিএনপি নেতা মোশারফ হোসেন বাবু প্রমুখ।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে বৃদ্ধ নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad