Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৪:২১
  • ৪৫ বার দেখা হয়েছে

গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে গাঁজাসহ গ্রেফতার ৩

গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে গাঁজাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা শহরের একটি আবাসিক হোটেল থেকে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ (সোমবার, ১০ মার্চ) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ী এলাকার নুরুজ্জামানের ছেলে হানিফ (৩০), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার এনামুল হকের ছেলে ছামিউল হক (৩২) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে লিমন ইসলাম (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান মাদকবিরোধী অভিযানে ধারাবাহিকতায় রোববার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা শহরের সোহাগ বোডিং নামের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তল্লাশি করা হয়। এসময় ওই আবাসিক হোটেলের ১৭ নম্বর রুম থেকে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ ওই কারবারিদের গ্রেফতার করা হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad