নিজস্ব প্রতিবেদক►
সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ (শনিবার, ২ নভেম্বর) দুপুরে জেলা শহরের গাইবান্ধা-সাঘাটা সড়কের কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে।
এতে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিত বকশি সূর্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, সুজন প্রসাদ, চঞ্চল সাহাসহ জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সকল ধর্মের মানুষ আমরা মিলে মিশে সব উৎসব পালন করে থাকি। আজ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। বক্তারা রানা দাস গুপ্তের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা প্রত্যাহার সহ দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন, দ্রুত বিচার ট্রাইবুন্যাল ও পৃথক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।