নিজস্ব প্রতিবেদক►
১৬ কর্মকর্তা-কর্মচারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে গাইবান্ধা পৌরসভা। এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) দুপুরে পৌরসভা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক মো: শরিফুল ইসলাম। বিদায়ীদের প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে সম্মাননা ক্রেস্ট, প্রীতি উপহার প্রদান করা হয়।
বিদায় কর্মকর্তা-কর্মচারীরা হলেন: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম মাহবুবুল আলম, কর আদায়কারী আব্দুল করিম, হিসাব রক্ষক মো. আবু হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দ, সহকারী কর আদায়কারী আবু বকর সিদ্দিক ও হারুন অর রশিদ, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এটিএম মাহবুবর রহমান, রোড রোলার চালক জহুরুল হক, পাম্প চালক জাহেদ কুদ্দুস, নলকুপ মিস্ত্রী আবুল কাশেম মিয়া ও লক্ষ্মিকান্ত বিশ্বাস, টিকাদানকারী (মহিলা) মাজেদা বেগম, টিকাদানকারী (পুরুষ) মো: শাহ আলম, অফিস সহায়ক আব্দুর রহমান ও মো: শাহানুর আলম, নৈশ প্রহরী শ্রী রামবিলাস রাম।
গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর পরিষদের সহায়ক কমিটির সদস্য সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: খোরশেদ আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ছাবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সায়হান আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল হক, সহকারী প্রকৌশলী আ.ন.ম. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুল আহাদ বাবু, সাধারণ সম্পাদক মো: নুর হোসেন, সাবেক জেলা কমিটির সদস্য মো: নজরুল ইসলাম, কমিউনিটি কর্মী সূচনা সরকার, অবসরপ্রাপ্ত এসএম মাহবুবুল আলম, আব্দুর রহিম আকন্দ প্রমুখ।