Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১০-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০৯
  • ৪৯ বার দেখা হয়েছে

এসকেএসের এসিটি প্রকল্পের উদ্যোগে জয়েন্ট অ্যাকশন প্ল্যান কর্মশালা

এসকেএসের এসিটি প্রকল্পের উদ্যোগে জয়েন্ট অ্যাকশন প্ল্যান কর্মশালা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় দুর্যোগের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে দুই বছরের জন্য এসকেএস ফাউন্ডেশনের এসিটি প্রকল্পের উদ্যোগে জয়েন্ট অ্যাকশন প্ল্যান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (বুধবার, ৩০ অক্টোবর) সকালে এসকেএস ইন-এর বালাসী হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশে কমিউনিটি প্রস্তুতি, দ্রুত প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার শক্তিশালীকরণে এসিটি প্রকল্প এটি বাস্তবায়িত করছে। প্রকল্পটি জেলার সাঘাটা উপজেলার হলদিয়া, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার গজারিয়া এবং ফুলছড়ি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় বক্তব্য রাখেন গাইবান্ধা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, গাইবান্ধা জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস উপ-সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, এসকেএস ফাউন্ডেশন-এর উপপরিচালক (ডেভেপলমেন্ট প্রোগ্রামস) খন্দকার জাহিদ সরওয়ার।

অনুষ্ঠানে এসকেএস ফাউন্ডেশনের অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুরশীদুর রহমান খন্দকার, এসকেএস ফাউন্ডেশনের এসিটি প্রজেক্ট এর রেজওয়ানুল ইসলাম, প্রদৃপ্ত প্রজেক্ট এর ফারুক হোসেনসহ এসিটি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা-উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ঘূর্ণিঝড় পস্তুতি কর্মসূচি (সিপিপি), ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রেডক্রিসেন্ট, এনজিও, গণমাধ্যমকর্মী ও সেচ্ছাসেবী সংগঠনের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। তারা এ প্রকল্পটির উল্লেখযোগ্য অবদান, ফলাফল ও চ্যালেঞ্জ সম্পর্কে অংশীজনদের সঙ্গে আলোচনা করেন।

কর্মশালায় বক্তরা বলেন, ‘দুর্যোগের ঝুঁকি হ্রাসে যৌথ পরিকল্পনার এ আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। কারণ এর মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে সমন্বয় করে গাইবান্ধায় দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাসহ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে আনা সম্ভব হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad