Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১০-২০২২, সময়ঃ সকাল ১১:৪১

সুন্দরগঞ্জ ও ফুলছড়িতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু

সুন্দরগঞ্জ ও ফুলছড়িতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় পানিতে ডুবে জোনাকি আক্তার নামে দুই বছরের এক শিশু ও চিত্র রজন দাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।

শিশু জোনাকি সুন্দরগঞ্জ উপজেলার মধ্যপরান গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে এবং বৃদ্ধ চিত্র রজন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দণি উদাখালী গ্রামের দেবেন্দ্র দাসের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল বলেন, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু জোনাকি। এসময় হামাগুড়ি দিয়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে জোনাকির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এদিকে, ফুলছড়ি ফায়ার সার্ভিস ইনর্চাজ হাবিবুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখৌঁজ হন প্রতিবন্ধী বৃদ্ধ চিত্র রজন। খোজাঁখুজি পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্বজনরা। পরে এক ঘন্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে চিত্র রঞ্জনেরর মরদেহ উদ্ধার করা হয়।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad