ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে এসডিজি অর্জনে আগামী প্রজন্মকে দক্ষ ভাবে গড়ে তোলার জন্য বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে উক্ত কলেজের পক্ষ থেকে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইউনুস আলী, কঞ্চিপাড়া এম.এ.ইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সরকার, সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাকিব, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী সরকার প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এমন ঝরে পড়া রোধ করতে ও শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করতে হবে। এতে অভিভাবকদেরও ভূমিকা থাকতে হবে। এছাড়াও হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুললোতে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগ নিতে হবে।