Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১০-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি সংবাদদাতা►

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে টানা ৬ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। এ সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। 

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আজ বুধবার (৯ অক্টোবর) হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টর অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সেই অনুযায়ী আজ থেকে টানা ছয় দিন বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. বদিউজ্জামান জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক চালু আছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad