Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১১-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩৯

গাইবান্ধা হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ব্লাকমেইলে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক গাড়িটি রংপুরে নিয়ে যাওয়ায় ড্রাইভার বরখাস্ত 

গাইবান্ধা হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ব্লাকমেইলে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক গাড়িটি রংপুরে নিয়ে যাওয়ায় ড্রাইভার বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হাবিবুর রহমান শনিবার গাইবান্ধা প্রেসকাবে এক সংবাদ সম্মেলন করে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তব্যে উল্লেখ করেন গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ব্লাক মেইল করার উদ্দেশ্যে জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সে একজন মুমুর্ষ রোগী নিয়ে আসার কথা বলে গাইবান্ধা শহরের খানকাশরীফে নিয়ে গিয়ে সেখানে রোগী না তুলে ৭/৮ জন উচ্ছৃঙ্খল যুবক অ্যাম্বুলেন্সে তাদেরকে রংপুরে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এসময় তিনি রোগী ছাড়া অ্যাম্বুলেন্স নিয়ে রংপুরে যাইতে অস্বীকৃতি জানাইলে উক্ত অজ্ঞাতনামা যুবকরা তাদের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাম্বুলেন্সের ভেতরে অবস্থানরত অবস্থায় তাদের ছবি তুলে ওইদিন অ্যাম্বুলেন্সটি রংপুরে না নিয়ে গেলে তাকে খুন করা হবে বলে হুমকি দেয়া হয়েছিল।

অ্যাম্বুলেন্স জরুরী ডিউটিতে নিয়োজিত থাকা কালে তাকে ব্লাক মেইল করার বিষয়টি সকলের অবগতির জন্য তার অসহায় অবস্থার কথা তুলে ধরেন। যাহা পরবর্তীতে কতিপয় ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াতে বিরূপভাবে প্রচার ও প্রকাশিত হয়।  এর ফলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে অজ্ঞাতনামা যুবকদের ফেসবুকে পোষ্টকৃত ছবি কর্তৃপক্ষের জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ স্মারক নং- তত্ত্বাঃ/গাঃ/জেনাঃহাসঃ/ প্রশাঃ/২০২২/১৪৮১/১(১), ২৯ অক্টোবর মূলে একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটির নিকট তিনি ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ পূর্বক তার লিখিত বক্তব্য দাখিল করে। তদন্ত শেষে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবিবুরের স্ত্রী মোছা. লিনা বেগম, ড্রাইভার টিটু মিয়া, শাকিল মিয়া, মো. রিফাত মিয়া। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad