নিজস্ব প্রতিবেদক►
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর’র চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ বলেছেন, ‘শিক্ষার্থীদের ভালো মানুষ, মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কাজ। এসকেএস স্কুল এ্যান্ড কলেজ সেই কাজ সুচারূপে করে চলেছে।’
আজ (রবিবার, ১ ডিসেম্বর) এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বোর্ড চেয়ারম্যান হিসেবে আমি উত্তরাঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি; কিন্তু এমন পরিবেশ কোথাও দেখিনি। এখানকার শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করলাম, তারা অসাধারণ কিছু প্রজেক্ট তৈরি করেছে তা দেখে আমি অভিভূত। পথচলার ৭ বছরে প্রতিষ্ঠানটি অনন্য উচ্চতায় উঠেছে। আগামীতে আরও ভালো করবে এমন প্রত্যাশাই রাখছি।’
এদিন সকাল ১০টার দিকে সদর উপজেলার উত্তর হরিণসিংহা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর’র সচিব মোঃ দেলওয়ার হোসেন প্রধান, কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক, সহকারী কলেজ পরিদর্শক মোঃ খায়রুল আলম এবং এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, ‘অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করার জন্য ১৯৮৭ সালের আজকের এই দিনে আমরা এসকেএস ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। আমাদের সৌভাগ্য একই দিন অর্থ্যাৎ ১ ডিসেম্বর আমরা এসকেএস স্কুল এ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করতে পেরেছি। দীর্ঘ ৩৭ বছরের পথচলায় আমরা অনেক অঙ্গ সংগঠন তৈরি করেছি, যেগুলো দেশের উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারছে; দেশের উন্নয়নের সাথে আমরাও অংশীদার হিসেবে থাকতে পারছি।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুযায়ী চলে তা বাস্তবায়ন করতে হবে। যার মেধা আছে সুযোগ নাই আমরা কথা দিচ্ছি এসকেএস ফাউন্ডেশন তাদের পাশে থাকবে।’
আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির বার্ষিক ম্যাগাজিন ‘নবোদয়’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরে তারা শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও রিয়েলিটি শো উপভোগ করেন। এর আগে, সকালে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর’র চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। পরে অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সঞ্জয় চৌধুরী ও সিনিয়র শিক্ষক লুৎফুর নাহার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী মাহাবুব রব্বানী মিজান ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অথৈ আলো।