Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১২-২০২৪, সময়ঃ রাত ০৯:০৮
  • ৩৪ বার দেখা হয়েছে

আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা-ভাঙচুর

আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা-ভাঙচুর

মাধুকর ডেস্ক►

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার’-এর প্রতিবাদে আজ (সোমবার, ২ ডিসেম্বর) বিক্ষোভের ডাক দেয় ওই সংগঠন। এদিকে এ ঘটনায় বিবৃতির মাধ্যমে ঘটনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ভারত।

আগরতলার সার্কিট হাউস এলাকায় অবস্থিত গান্ধী মূর্তির সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারি হাইকমিশনে স্মারকলিপি দিতে প্রবেশ করে।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর-সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ভিসা অফিসের সামনে থেকে হিন্দু সংঘ সমিতির আন্দোলনকারীরা হঠাৎ নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙেও আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দেশটির পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। আজ এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশন কার্যালয়ে হামলা ও ভাঙচুরেরর ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।

এতে আরো বলা হয়, এমন অবস্থায় নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারি হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ থেকে বাংলাদেশের পতাকায় আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। আজ আবারও এ ধরনের ঘটনা ঘটলো আগরতলায়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad