শাহজাহান আলী মনন, সৈয়দপুর ►
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১৬০ তম রেল দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানা চত্বরে দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে রেল সেবা সপ্তাহ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান এর উদ্বোধন করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক (ডাব্লুএম) শেখ হাসানুজ্জামান, রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক এস এম আল মুহিদ, সৈয়দপুর রেলওয়ে পূর্ত বিভাগের সহকারি নির্বাহী প্রকৌশলী (ইনচার্জ) আহসান উদ্দীন, স্থানীয় রেলওয়ে হিসাব বিভাগের হিসাব কর্মকর্তা মাহবুবুর রহমান।
এছাড়াও ছিলেন, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (ডিএমও) ডাঃ আনিছুল হক প্রমূখ। এর আগে কারখানা গেটের সামনে স্থাপিত প্রদর্শণী কোচ ফিতা কেটে উন্মোচন করেন প্রধান অতিথি ডিএস সাদেকুর রহমান।